আচঁলে মেঘনার মায়া ডাকাতিয়া বুকে রহমতখালি বয়ে চলে মৃদু এঁকে বেঁকে নারিকেল সুপারি আর ধানে ভরপুর আমাদের আবাস ভূমি প্রিয় লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলাআপনাকে সুস্বাগতমবাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত লক্ষ্মীপুর জেলার আয়তন ১৫৩৪.০৭ বর্গ কিঃমিঃএ জেলার উত্তরে চাঁদপুর, পূর্বে নোয়াখালী, দক্ষিন পশ্চিমে মেঘনা নদী এবং অপর পাড়ে ভোলা ও বরিশাল জেলাএ জেলা ছোট বড় অনেক নদী ও খাল নিয়ে মেঘনা বিধৌত অঞ্চল

তথ্যে লক্ষ্মীপুর

একনজরে লক্ষ্মীপুর



১। জেলার মোট আয়তন:       ১৫৩৪.০৭ বর্গ কিঃ মিঃ।

                                           সদর-৫১৫ বর্গ কিঃ মিঃ, রায়পুর-২০১ বর্গ কিঃ মিঃ

                                           রামগঞ্জ-১৬৯ বর্গ কিঃ মিঃ, রামগতি-২৮৮ বর্গ কিঃ মিঃ

                                           কমলনগর-২৮৩ বর্গ কিঃ মিঃ
২। উপজেলার সংখ্যা               ০৫ টি।
৩। পৌরসভার সংখ্য               ০৪ টি।
৪। ইউনিয়ন পরিষদের সংখ্যা   ৫৮ টি।
৫। গ্রামের সংখ্যা                    ৫১৪ টি।
৬। জেলার মোট জনসংখ্যা      ১৫.৫৫ লক্ষ। পুরুষ-৪৯.২১%, মহিলা-৫০.৭৯%
৭। ধর্মভিত্তিক জনসংখ্যা          মুসলিম-৯৫.৩১% , হিন্দু-৪.৬৬%, অন্যান্য-০.০৩%
৮। ধর্মীয় উপাসণালয় সংখ্যা   মসজিদ-৩৫৩৯ টি, মন্দির-৪৫ টি, গীর্জা-০১ টি
৯। শিক্ষার হার                    
  ৬২.২৬%
১০। পেশা                             কৃষিজীবী-৩৫.১৯%, কৃষি শ্রমিক-১৯.৮৬%, মৎস্যজীবী-২.০৭%                           ব্যবসা১২.১০%,  চাকুরী-১২.২১%, অন্যান্য-১৮.৫৭%
১১। রাস্তাঘাট                        ৩৯৬১ কিঃ মিঃ, পাকা-১১৯৮ কিঃ মিঃ

আধা পাকা-২১৯ কিঃ মিঃ, কাঁচা-২৮৪৪ কি মিঃ
১২। নলকুপ                           গভীর-১৫৩১৫ টি,  অগভীর-১৩৪১৯ টি
১৩। স­লুইস গেইট                   ৩৩ টি।

ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্যাবলী
১। উপজেলা ভূমি অফিস                                       ০৫ টি।
২। ইউনিয়ন ভূমি অফিস                                        ৪৬ টি।
৩। মোট মৌজার সংখ্যা                                          ৪৭৪ টি।
৪। জেলার কৃষি খাস জমির পরিমাণ                         ৩৬,৩৪৩.৯৮৮ একর।
৫। বন্দোবস্তযোগ্য কৃষি খাস জমির পরিমাণ               ৩,৪২৯.৩৬ একর।
৬। বন্দোবস্তকৃত খাস জমির পরিমাণ                       ১৮,৬৮৪.৫২৮ একর।
৭। বর্তমানে বন্দোবস্তকৃত উপকৃত পরিবারের সংখ্যা    ৫৯৮৫ টি।
৮। বন্দোবস্তযোগ্য নয় এরুপ কৃষি খাস জমির পরিমাণ  ১৪,২৩০.১০ একর।
৯। জেলার মোট অকৃষি খাস জমির পরিমাণ                ৫২.৬৮ একর।
১০। জেলায় মোট অর্পিত সম্পত্তির পরিমাণ                ৫,৬১৮.৫৩ একর।
১১। লীজকৃত অর্পিত সম্পত্তির পরিমাণ( জুলাই- জুন’ ২০০৮ ) ০৫ টি।
১২। ২০০৭-২০০৮ অর্থ বছরে ভূমি উন্নয়ন করের দাবী (সাধারণ) ১৮,৩১৫৫৭ টাকা ।
১৩। ২০০৭-২০০৮ অর্থ বছরে লীজকৃত অর্পিত সম্পত্তির লীজমানীর দাবী ১৮,৩১৫৫৭ টাকা ।
১৪। জেলায় মোট হাট- বাজারের সংখ্যা
১৫। মোট জলমহালের সংখ্যা                     ১৪০ টি।
১৬। জেলায় আশ্রয়ণ প্রকল্পের সংখ্যা            ৪২ টি।
১৭। জেলায় আর্দশ গ্রামের সংখ্যা                ০৯ টি।
১৮। জেলায় আবাসন প্রকল্পের সংখ্যা         ০৭ টি।

কৃষি, মৎস্য ও পশুপালন সংক্রান্ত তথ্যাবলী
১। আবাদযোগ কৃষি জমির পরিমান       ১১২২৬৩ হেক্টর আবাদী-১০৯৬৭৩ হেক্টর, চাষযোগ্য অনাবাদী-৩৫৯০ হেক্টর
২। রাসায়নিক সারের বাৎসরিক চাহিদা     ২৭১৫৯ মেঃ টন, ইউরিয়া-২০৫০০ মেঃ টন,অন্যান্য- ৬৬৯৫ মেঃ টন
৩।বিভিন্ন ফসলের বীজের বাৎসরিক চাহিদা   ২০০২ মেঃ টন।
৪। কীটনাশকের বাৎসরিক চাহিদা                  ১৫০০ মেঃ টন।
৫। বাৎসরিক ফসলের উৎপাদন

ধান-৩২৫৪৬৮ মেঃ টন, গম-২৮৪ মেঃ টন

আলু-৩৬১৬ মেঃ টন, মিষ্টি আলু-১১৭৪৫ মেঃ টন

তৈল জাতীয় ফসল-৬০২৪৮ মেঃ টন

ডাল জাতীয় ফসল-৩০৮৭ মেঃ টন সব্জী-৭৬৫১৩ মেঃ টন
৬। পুকুরের সংখ্যা                       -৯১ টি বেসরকারি- ৫০,৮৩২ টি।
৭। মোট খালের সংখ্যা                     ১৯২ টি।
৮। চিংড়ি হ্যাচারী                      ০১ টি।
৯। জেলার মোট হ্যাচারী সংখ্যা      ১৫ টি, সরকারী -০২ টি, বেসরকারী - ১৩টি
১০। জেলায় মোট মাছের উৎপাদন   ৫১,৭৯৮ মেঃ টনঃ।
১১। জেলার হিমাগারের সংখ্যা      ০১ টি।
১২। জেলায় বরফ কলের সংখ্যা      ৩০ টি।
১৩। মাছ ঘাটের সংখ্যা                ২১ টি।
১৪। মৎস্যঅভয়াশ্রম                  ০১ টি( রায়পুর)।
১৫। পশু হাসপাতাল                  ০৫ টি।
১৬। গবাদি পশুর খামার               ৩৩৭ টি।
১৭। গবাদি পশুর সংখ্যা                 ৩২৭৭৮৭ টি।
১৮। হাঁস-মুরগীর খামার                ৫৮৫ টি।
১৯। হাঁস-মুরগীর সংখ্যা                 ৩০৩৩২৮৭ টি। (আনুমানিক)
পরিবার ও পরিবার পরিকল্পনা বিষয়ক তথ্যাবলী
১। জেলার সদর হাসপাতাল ০১ টি (বেড-১০০ টি)।
২। উপজেলা স্বাস্থ্য কমপেলক্স       ০৩ টি (বেড-৯৩ টি)।
৩। জেলা সদর হাসপাতালের কনসালটেন্ট ও ডাক্তারের মোট পদঃ ২০ জন।
৪। কর্মরত কনসালটেন্ট ও ডাক্তারের সংখ্যা ১৭ জন।
৫। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আর, এম ও সহ ডাক্তারের সংখ্যা -৩৫ জন।
৬। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কমপেলক্স ০৩ টি।
৭। মোট সক্ষম দম্পত্তির সংখ্যা ২৯১৫০৮ টি।
৮। মোট পরিবার পরিকল্পনা গ্রহণকারী সংখ্যা ১৮২৩৭৭ টি।
৯। পরিবার পরিকল্পনা গ্রহণকারী হার ৬২.৫৬%।
১০। গড় প্রজনন হার             ৩.২% জন ।
১১। জনসংখ্যা বৃদ্ধির হার       ১.৭৩%।
বেসরকারী হাসপাতাল/ক্লিনিক      ১৩টি
প্যাথলজি                                   ৩৫টি
শিক্ষা বিষয়ক তথ্যাবলী
১। প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা                ৭১৫ টি। সরকারী-৫১২ টি, বেসরকারী-১৪২ টি কমিউনিটি-৬১ টি
২। সাটেলাইট স্কুল                            ৩৫ টি।
৩। নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা   ২০ টি।
৪। মাধ্যমিক বিদ্যালয়ের              ১৬৬টি: সরকারী-০৩ টি, বেসরকারী -১৬৩ টি।
৫। মাধমিক কাম মহাবিদালয়ের সংখ্যা ০৪ টি।
৬। মহাবিদালয়ের সংখ্যা           ২০ টি।
৭। মাদ্রাসার সংখ্যা               ১৮৫ টি, এবতেদায়ী -৬১ টি, দাখিল-৭৯ টি আলিম -২১ টি, ফাজিল-১৭টি, কামিল- ০৭ টি
৮। আইন কলেজ                       ০১ টি।
৯। হোমিও কলেজ                      ০১ টি।
১০। পি, টি, আই                        ০১ টি।
১১। কারিগরি স্কুল ও কলেজ        ০৪টি।
১২। ভোকেশনাল টেক্সাটাইল ইনঃ  ০১ টি।
১৩। মক্তব                               ০১ টি।
অন্যান্য তথ্যাবলী
১। জেলার উল্লেখযোগ্য ফসলাদিঃ   ধান, সুপারী, নারিকেল , সয়াবিন, গম, সরিষা, পাট, মরিচ, আলু,ডাল, ভুট্টা, চিনাবাদাম, আখ ও নানা রকম মৌসুমী ফল।
২। সরকারী গণগ্রন্থাগারের সংখ্যা   ০১ টি।
৩।গণমিলনায়তনে সংখ্যা             ০১ টি।
৪। সিনেমা হলের সংখ্যা                 ১৩ টি।
৫। নৌ - ফাঁড়ির সংখ্যা                 ০১ টি।
৬। পুলিশ তদন্ত কেন্দ্রের সংখ্যা      ০৪ টি।
৭। পুলিশ ফাঁড়ি                           ০৭ টি।
৮। এতিমখানার সংখ্যা সরকারী-  ০১ টি, বেসরকারী-৪৭ টি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন