আচঁলে মেঘনার মায়া ডাকাতিয়া বুকে রহমতখালি বয়ে চলে মৃদু এঁকে বেঁকে নারিকেল সুপারি আর ধানে ভরপুর আমাদের আবাস ভূমি প্রিয় লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলাআপনাকে সুস্বাগতমবাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত লক্ষ্মীপুর জেলার আয়তন ১৫৩৪.০৭ বর্গ কিঃমিঃএ জেলার উত্তরে চাঁদপুর, পূর্বে নোয়াখালী, দক্ষিন পশ্চিমে মেঘনা নদী এবং অপর পাড়ে ভোলা ও বরিশাল জেলাএ জেলা ছোট বড় অনেক নদী ও খাল নিয়ে মেঘনা বিধৌত অঞ্চল

মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১২

রামগঞ্জ


এক নজরে রামগঞ্জ উপজেলা
আয়তন ঃ১৬৯.৩১ বর্গ কিলোমিটার জনসংখ্যা৩,৪২,০২৭ জন (ইউপি কর্তৃক জন্মনিবন্ধন মোতাবেক)
ঘনত্ব ঃ ২০২০ (প্রতি বর্গ কিলোমিটার)
নির্বাচনী এলাকা ঃ জাতীয় সংসদ আসন-২৭৪ (লক্ষ্মীপুর-(রামগঞ্জ))
থানা/ইউনিয়ন ঃ০১টি/১০টি
মৌজা ঃ১৩২টি
সরকারী হাসপাতাল ঃ০১টি
স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক ঃ১০টি
পোষ্ট অফিস ঃ৩৫টি
নদ-নদী ঃনাই
হাটবাজার ঃ২৪টি
ব্যাংক ঃ১২টি শাখা

উপজেলার পটভূমিঃ
রামগঞ্জ উপজেলাটি প্রধানত হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। এই এলাকায় রাম নামক এক প্রভাবশালী ধর্মীয় নেতা বসবাস করতেন। স্থানীয় অধিবাসীদের মতে উক্ত রাম নামক ধর্মীয় নেতার নামানুসারে উপজেলার নামকরণ করা হয়েছে রামগঞ্জ। উপজেলাটি ২৩.০১ এবং ২৩.১১ উত্তর অক্ষাংশের মধ্যে এবং ৯০.৪৮ এবং ৯০.৫৮ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। ১৮৯১ সনে থানা প্রতিষ্ঠিত হয় এবং ২৪/০৭/১৯৮৩খ্রিঃ তারিখ মানোন্নিত থানা গঠন করা হয়। উপজেলার উত্তরে ফরিদগঞ্জ, হাজীগঞ্জ পূর্বে শাহারাস্তি ও চাটখিল পশ্চিমে ফরিদগঞ্জ ও রায়পুর এবং দক্ষিনে লক্ষ্মীপুর সদর উপজেলা অবস্থিত।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন