আচঁলে মেঘনার মায়া ডাকাতিয়া বুকে রহমতখালি বয়ে চলে মৃদু এঁকে বেঁকে নারিকেল সুপারি আর ধানে ভরপুর আমাদের আবাস ভূমি প্রিয় লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলাআপনাকে সুস্বাগতমবাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত লক্ষ্মীপুর জেলার আয়তন ১৫৩৪.০৭ বর্গ কিঃমিঃএ জেলার উত্তরে চাঁদপুর, পূর্বে নোয়াখালী, দক্ষিন পশ্চিমে মেঘনা নদী এবং অপর পাড়ে ভোলা ও বরিশাল জেলাএ জেলা ছোট বড় অনেক নদী ও খাল নিয়ে মেঘনা বিধৌত অঞ্চল

মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১২

রামগতি




এক নজরে উপজেলা

  • আয়তন - ৩৪৭ বর্গ কিঃমিঃ
  • জনসংখ্যা - ২২৯১৫৩ (২০০১ সালের আদম শুমারী অনুযায়ী)
  • ঘনত্ব -৬৬০ জন (প্রতি বর্গ কিঃমিঃ) (২০০১ সালের আদম শুমারী অনুযায়ী)
  • নির্বাচনী এলাকা - ২৭৭ (লক্ষ্মীপুর-<রামগতি-কমলনগর>)
  • খানা/ইউনিয়ন - খানা - ৪৩২৫১ টি (২০০১ সালের আদম শুমারী অনুযায়ী), ইউনিয়ন - ০৮টি (চর বাদাম, চর পোড়াগাছা, আলেকজান্ডার, চর আব্দুল­, চর আলগী, চর রমিজ, বড়খেরী, চরগাজী) ও ০১ টি পৌরসভা (রামগতি)
  • মৌজা - ৩৪ টি (০৪ টি মৌজা সম্পুর্নরুপে সিকস্তি হয়েছে)
  • সরকারী হাসপাতালু ০১ টি (২০ শয্যা বিশিষ্ট)
  • স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক - স্বাস্থ্য কেন্দ্র-০২ টি, ক্লিনিক-০৬ টি
  • পোষ্ট অফিস - ১১ টি
  • নদ-নদী - ০২ টি (মেঘনা ও ভুলুয়া)
  • হাটবাজার - ১৪ টি
  • ব্যাংক - ০৯ টি


উপজেলার পটভূমি - রামগতি ১৮৬২ সালে প্রশাসন থানা সৃষ্টি হয়। ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রুপান্তরিত করা হয়।
গেষ্ট হাউস - ০২ টি (একটি জেলা পরিষদ ও অন্যটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের)

উপজেলার নামকরণ - এলাকার বিভিন্ন জ্ঞানী ও প্রবীন এবং বিভিন্ন সূত্র মতে বর্তমানে রামগতি নামক স্থানে রামকৃষ্ণ নামের এক ব্যাক্তির আড়ৎ বা গদি ছিল। ক্রমেই এই স্থানটি গদি নামে পরিচিত হতে থাকে। পরবর্তীতে রামের গদি নামটি বিবর্তনের ধারাবাহিকতায় রামগতি হিসেবে রুপান্তরিত হয়। রামগতি থানা ১৮৮৩ সালে বড়খেরী ইউনিয়নে স্থাপন করা হয়। পরবর্তীতে নদী ভাঙ্গন জনিত কারনে ১৯৮২ সালে আরেকজান্ডারে স্থানান্তরিত হয়।

উপজেলার ভৌগলিক অবস্থান - উত্তরে কমলনগর উপজেলা, পূর্বে নোয়াখালী সদর উপজেলা, দক্ষিনে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা এবং পশ্চিমে ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলা।

বর্তমান উপজেলার ইতিহাস - ১৮৬২ সালে রামগতি থানায় রুপান্তরিত হয়। পরবর্তীতে ১৯৮৩ সালে রামগতি উপজেলা হিসেবে ঘোষিত হয়। তৎকালীন সময়ে রামগতি উপজেলাতে ১২ টি ইউনিয়ন ছিল। উত্তরের চারটি (হাজিরহাট, লরেন্স, কালকিনি, ফলকন ও কাদিরহাট) ইউনিয়ন ভেঙ্গে ২০০৬ সালের রামগতি উপজেলাটির উত্তর অংশ ভেঙ্গে কমলনগর নামে আলাদা একটি উপজেলা গঠিত হয়। বাকী ০৭ টি (আলেকজান্ডার,চর আব্দুল­, চরবাদাম, চরআলগী, চররমিজ, বড়খেরী, চরগাজী) ইউনিয়ন ও রামগতি পৌরসভা মিলে রামগতি উপজেলার অন্তর্গত থাকে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন