আচঁলে মেঘনার মায়া ডাকাতিয়া বুকে রহমতখালি বয়ে চলে মৃদু এঁকে বেঁকে নারিকেল সুপারি আর ধানে ভরপুর আমাদের আবাস ভূমি প্রিয় লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলাআপনাকে সুস্বাগতমবাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত লক্ষ্মীপুর জেলার আয়তন ১৫৩৪.০৭ বর্গ কিঃমিঃএ জেলার উত্তরে চাঁদপুর, পূর্বে নোয়াখালী, দক্ষিন পশ্চিমে মেঘনা নদী এবং অপর পাড়ে ভোলা ও বরিশাল জেলাএ জেলা ছোট বড় অনেক নদী ও খাল নিয়ে মেঘনা বিধৌত অঞ্চল

বুধবার, ১৫ আগস্ট, ২০১২

কমলনগর

এক নজরে উপজেলা
  • আয়তন-৩৬১.০০ বর্গ মাইল
  • জনসংখ্যা-,৬৫,০০০ জন
  • ঘনত্ব- ১১৫০ জন
  • নির্বাচনী এলাকা-লক্ষ্মীপুরু৪
  • ইউনিয়ন-০৯টি
  • মৌজা-২৬টি
  • সরকারী হাসপাতাল-০১টি
  • স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক-১৫টি
  • পোষ্ট অফিস-০৬টি
  • নদ-নদী-০১টি
  • হাট-বাজার- ২১টি
  • ব্যাংক-৬টি

উপজেলার পটভূমি
প্রাক্তন সংসদ সদস্য- (১৯৫৪ ও ১৯৮১ সাল)ভাষা সৈনিক মরহুম তোয়াহা ও তৎকালীন রামগতি হাতিয়ার সংসদ সদস্য মরহুম আবুল খায়ের রামগতিকে দুইটি থানা করার প্রস্তাবের প্রেক্ষিতে মরহুম কফিল উদ্দিন আহাম্মদ (ফাইনান্স সেক্রেটারী) একটি প্রতিবেদন দেন।পরবর্তীতে প্রাক্তন বস্র্ প্রতি মমমেজর আঃমন্নান কর্তৃক উহা পুন উপস্থাপনের কালক্রমে জনসাধারনের দাবীর প্রেক্ষিতে মাননীয় সংসদ সদস্য জনাব আশ্রাফউদ্দিননিজান(রামগতি/কমলনগর) লক্ষ্মীপুরু৪ এর অক্লান্ত প্রচেষ্টায় জাতীয় বাস্তবায়ন কমিটির ৯৩ তম বৈ্ঠকের সিদ্ধান্তের আলোকে গেজেট বিজ্ঞপ্তি নং-উপ-/সি-১৫/২০০৫ /২৯৫ তারিখ- //২০০৬ অনুষ্ঠিত নিকার এর ৯৩তম বৈঠকে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ৯টি ইউনিয়নকে নিয়ে কমলনগর নামে একটি নতুর প্রশাসনিক উপজেলা গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়-হাজির হাট,কমলনগর (সাইক্লোন সেন্টার অস্থায়ী কার্যালয়)

উপজেলার ভৈাগলিক সিমানাঃ
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার আয়তন হচ্ছে ২৮৩.০০ বর্গ কিঃ মিঃ। এর উত্তর দিকে আছে সদর উপজেলা, পূর্ব দিকে আছে নোয়াখালী জেলার বেগমগঞ্জ ও সদর উপজেলা, দক্ষিণে আছে রামগতি উপজেলা, পশ্চিমে আছে দৌলতখাঁ, ভোলা ও মেঘনা নদী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন