আচঁলে মেঘনার মায়া ডাকাতিয়া বুকে রহমতখালি বয়ে চলে মৃদু এঁকে বেঁকে নারিকেল সুপারি আর ধানে ভরপুর আমাদের আবাস ভূমি প্রিয় লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলাআপনাকে সুস্বাগতমবাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত লক্ষ্মীপুর জেলার আয়তন ১৫৩৪.০৭ বর্গ কিঃমিঃএ জেলার উত্তরে চাঁদপুর, পূর্বে নোয়াখালী, দক্ষিন পশ্চিমে মেঘনা নদী এবং অপর পাড়ে ভোলা ও বরিশাল জেলাএ জেলা ছোট বড় অনেক নদী ও খাল নিয়ে মেঘনা বিধৌত অঞ্চল

শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২

লক্ষ্মীপুরের শামীম ও ইছমাইল বাহিনীর মধ্যে গোলাগুলি আহত ৩ এলাকায় আতঙ্ক

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে গতকাল দুপুর ও সন্ধ্যায় দু’দফায় স্থানীয় শামীম বাহিনী ও ইছমাইল বাহিনীর সন্ত্রাসীরা প্রায় ৪০ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে ৩ জন আহত হয়। আহতরা হচ্ছে দেলোয়ার, শরিফুল ও কাদের। গুরুতর আহত দেলোয়ারকে ঢাকায় পাঠানো হয়েছে অন্যদের গোপনে চিকিত্সা দেয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী জানায়, সৈয়দপুর গ্রামের ইটভাটার মালিক ইছমাইল হোসেনের সঙ্গে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর হোসেন শামীমের সঙ্গে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে দুপুরে শামীম ও ইছমাইল বাহিনীর তাহের, পারভেজ, নুরুজ্জামান, কাউছার, সুমনসহ দু’পক্ষের ৩০-৩৫ জন সন্ত্রাসী এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়। এ সময় শ্রীরামপুর গ্রামে দু’পক্ষ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে। এ ব্যাপারে ইছমাইল হোসেন বলেন, শামীম বাহিনীর প্রধান শামীম আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে সে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে কয়েকবার আমার বিরুদ্ধে হামলা করে। এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানায় মামলা রয়েছে। সন্ত্রাসীদের ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। সন্ত্রাসী হামলার কারণে ইটভাটার কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল বাড়িতে এলে জুম্মার নামাজের আগে শামীম বাহিনীর সন্ত্রাসীরা আমার বাড়ি ঘেরাও করে বেশ কয়েক রাউন্ড গুলি করে। দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জাকির হোসেন বলেন, ঘটনাটি আমাকে এলাকাবাসী জানিয়েছে। পুলিশ এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে ও অপরাধীদের গ্রেফতার করতে তত্পর রয়েছে।

সূত্র

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন