আচঁলে মেঘনার মায়া ডাকাতিয়া বুকে রহমতখালি বয়ে চলে মৃদু এঁকে বেঁকে নারিকেল সুপারি আর ধানে ভরপুর আমাদের আবাস ভূমি প্রিয় লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলাআপনাকে সুস্বাগতমবাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত লক্ষ্মীপুর জেলার আয়তন ১৫৩৪.০৭ বর্গ কিঃমিঃএ জেলার উত্তরে চাঁদপুর, পূর্বে নোয়াখালী, দক্ষিন পশ্চিমে মেঘনা নদী এবং অপর পাড়ে ভোলা ও বরিশাল জেলাএ জেলা ছোট বড় অনেক নদী ও খাল নিয়ে মেঘনা বিধৌত অঞ্চল

রবিবার, ২৬ আগস্ট, ২০১২

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দুর্ধর্ষ ডাকাতি

 লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ রায়পুর গ্রামে ৩ বাড়িতে শুক্রবার রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় সশস্ত্র ডাকাতদল কুপিয়ে ৫ জনকে আহত করেছে। ভুক্তভোগী সূত্র জানায়, ডাকাতরা জমির দলিল, স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের পক্ষ থেকে পৃথক পৃথক মামলার প্রস্তুতি চলছে। 
রায়পুর থানার উপ-পরিদর্শক সৈয়দ জাকির হোসেন ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলা করার জন্য ক্ষতিগ্রস্তদের অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও ডাকাতদের গ্রেফতার অভিযান চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন