আচঁলে মেঘনার মায়া ডাকাতিয়া বুকে রহমতখালি বয়ে চলে মৃদু এঁকে বেঁকে নারিকেল সুপারি আর ধানে ভরপুর আমাদের আবাস ভূমি প্রিয় লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলাআপনাকে সুস্বাগতমবাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত লক্ষ্মীপুর জেলার আয়তন ১৫৩৪.০৭ বর্গ কিঃমিঃএ জেলার উত্তরে চাঁদপুর, পূর্বে নোয়াখালী, দক্ষিন পশ্চিমে মেঘনা নদী এবং অপর পাড়ে ভোলা ও বরিশাল জেলাএ জেলা ছোট বড় অনেক নদী ও খাল নিয়ে মেঘনা বিধৌত অঞ্চল

মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১২

রায়পুর

এক নজরে রায়পুর উপজেলা

  • আয়তনু ২০১.৩২ বর্গ কিঃমিঃ
  • জনসংখ্যা - ২৪১৩৪৪ (২০০১ সালের আদম শুমারী অনুযায়ী)
  • ঘনত্ব -১১৯৫ জন (প্রতি বর্গ কিঃমিঃ) (২০০১ সালের আদম শুমারী অনুযায়ী)
  • নির্বাচনী এলাকা - ২৭৬ (লক্ষ্মীপুর-<রায়পুর>)
  • খানা/ইউনিয়ন - খানা - ৪৬৬৬৮টি (২০০১ সালের আদম শুমারী অনুযায়ী), ইউনিয়ন - ১০টি (উত্তর চরআবাবিল, উত্তর চরবংশী, চর মোহনা, সোনাপুর, চরপাতা, কেরোয়া, বামনী, ÿÿণ চরবংশী, ÿÿণ চর আবাবিল, রায়পুর), ০১ টি পৌরসভা (রায়পুর)
  • মৌজা - ৫১ টি। সরকারী হাসপাতাল - ০১ (৫০ শয্যা বিশিষ্ট)
  • স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক - উপস্বাস্থ্য কেন্দ্র-০২ টি, ক্লিনিক-০৬ টি
  • পোষ্ট অফিস - ১৯টি
  • নদ-নদী - ০২ টি (মেঘনা ও ডাকাতিয়া)
  • হাটবাজার - ২৮টি
  • ব্যাংক - ১৪টি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন